![]() |
আলিমদার ছবি- এক্স |
এমন টালমাটাল অবস্থায় পাকিস্থান ক্রিকেট
বোর্ড পিসিবি নির্বাচক কমিটিতে পরিবর্তন এনেছে।জাতীয় দলের নির্বাচক হলেন বিখ্যাত
আন্তর্জাতিক আম্পায়ার আলিম সারয়ার দার যাকে সবাই আলিমদার নামেই চিনি। তার সাথে
নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার আকিব জাবেদ ও সাবেক অধিনায়ক আজহার
আলী। এছাড়াও আগের প্যানেলের সাবেক ডানহাতী ব্যাটার আসাদ শফিকও থাকছেন। ডাটা এনালিস্ট
হিসেবে থাকছেন হাসান চিমা।
এখন দেখার বিষয় ক্রিকেট মাঠে আম্পায়ার হিসেবে কঠিন পরিস্থিতে সঠিক সিদ্ধান্ত
দেওয়ার জন্য বিখ্যাত আলিমদার পাকিস্থান ক্রিকেটের এই দুর্দিনে কতটা কার্যকরী
ভূমিকা পালন করতে পারেন।
0 মন্তব্যসমূহ